Header Ads

Header ADS

Xtreme Sports Review Bnagladesh


 


Xtreme Sports
অনেক দিন থেকেই ইচছা ছিল একটা Review দেয়ার।
সব Bike এর Review ই দেখি কিনতু Xtreme Sports এর Review দেখি নাই সুতরাং নিজের অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে Share করলাম ভুল ত্রুতি খমাসুলভ দৃষটিতে দেখবেন।
Xtreme Sports Bike টা অন্য সব, Bike গুলোর মত Young generation এর মধ্যে Craze তৈরি করতে পারে নি। অনেকেই Bike টার Look নিয়ে সনতুষট না।
এবার আসল কথায় আসা জাক Bike এর বয়স ১.৫ বছর ( দেড় বছর) Millage 28000. Bike টাকে নিয়ে অনেক Tour দিয়েছি : গাজিপুর, ময়মনসিংহ, টাংগাইল,সিরাজগঞ্জ, কুয়াকাটা,ভইরব, খাগরাছরি,সাজেক,রাঙামাটি,বানদরবান,চিটাগং,
কক্সবাজার,টেকনাফ। এই জায়গা গুলো তে Bike টাকে নিয়ে ঘুরেছি। কিছু জায়গায় একের অধিক বার ও গিয়েছি। RTR Bike টা Sell করে Bike টা কিনে ভুল করি নি যদিও Instant pickup কম but ততটাও কম না যেহেতু Sports..Bike..
. Bike টা অনেক Comfortable কারণ Suspension অনেক Soft যারা Hero র Bike use করেন তারা জানেন। আমি প্রতি লিটার এ ৪০+ পাই আসলে আমাদের দেশের Pump গুলো নিয়ে আমাদের কম বেশি সবারই idea আছে আমি সর্বোচচ ৪৪ পেয়ছি City তে Highway তে ৫০ এর কম, না ভাই মিথ্যা না সত্যি বলতেসি। টপ স্পিড ১২৮ পর্যনত তুলতে পেরেছি। 10w30 grade এর Mobil use করি। ৫০০ র আগে মবিল পালটাই ৪৭০-৪৯০ এর মধ্যে, এটাও সত্যি কথা ভাই। প্রতি ৩০০০ কি মি তে Hero র সার্ভিস সেনটার তেজগা থেকে সার্ভিস করাই সব parts original use করি । ১০০০০ কি মি তে spark plug change, ৫০০০ এ Air filter change করি। ১৯০০০ কিমি তে chain spoket, suspension buss change করেছি। এখন পর্যনত ভালই চলতেসে কোন major problem হয় নাই ।
Always use Helmet , Use helmet too for the pillion.
Thank You.....

No comments

Powered by Blogger.