জামাতবদ্ধ জীবনযাপন মুমিনের অপরিহার্য কর্তব্য
Add caption |
এ প্রসঙ্গে কিছু আয়াত উল্লেখ করা হলো: ১.‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর রজ্জুকে (ইসলাম) আঁকড়ে ধরো (ঐক্যবদ্ধ হও) এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ (সুরা আলি ইমরান :১০৩)
২. ‘তোমরা সেসব লোকদের মত হয়ো না, যাদের কাছে স্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।’ (সুরা আল ইমরান :১০৫)
৩.‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়ো না, যারা তাদের দীনকে টুকরো করে দিয়েছে এবং নিজেরা নানা দলে বিভক্ত হয়েছে, এদের প্রত্যেকটি দলই নিজেদের যা আছে তা নিয়েই মত্ত।’ (সুরা তাওবা :৩১-৩২)
৩.‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়ো না, যারা তাদের দীনকে টুকরো করে দিয়েছে এবং নিজেরা নানা দলে বিভক্ত হয়েছে, এদের প্রত্যেকটি দলই নিজেদের যা আছে তা নিয়েই মত্ত।’ (সুরা তাওবা :৩১-৩২)
৪.‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।’ (সুরা হুজরাত :১০)
৫. ‘এই যে তোমাদের জাতি, এতো একই জাতি, আর আমি তোমাদের পালনকর্তা, অতএব, তোমরা (ঐক্যবদ্ধভাবে) আমারই দাসত্ব করো।’ (সুরা তওবা :৯২)
হাদীসে মহানবী সা. বলেন, তোমরা মুমিনদেরকে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের কোনো অংশ আঘাত পায়, তখন দেহের অন্য অংশও ব্যথা অনুভব করে।-(সহীহ মুসলিম)
পবিত্র কুরআনে ঐক্য সম্পর্কে এতো নির্দেশনা থাকার পরও দুঃখজনক সত্য হচ্ছে, বর্তমান মুসলিম উম্মাহ শতধা বিভক্ত। ‘মুসলিম জাতি এক দেহ, এক প্রাণ’-এই চেতনাবোধ দিনে দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। এ পথ থেকে মুসলিম উম্মাহ কে ফিরে আসতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদ্যোগ নিতে হবে। তাহলেই তারা তাদের পুরনো ঐতিহ্য ফিরে পাবে।
৫. ‘এই যে তোমাদের জাতি, এতো একই জাতি, আর আমি তোমাদের পালনকর্তা, অতএব, তোমরা (ঐক্যবদ্ধভাবে) আমারই দাসত্ব করো।’ (সুরা তওবা :৯২)
হাদীসে মহানবী সা. বলেন, তোমরা মুমিনদেরকে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের কোনো অংশ আঘাত পায়, তখন দেহের অন্য অংশও ব্যথা অনুভব করে।-(সহীহ মুসলিম)
পবিত্র কুরআনে ঐক্য সম্পর্কে এতো নির্দেশনা থাকার পরও দুঃখজনক সত্য হচ্ছে, বর্তমান মুসলিম উম্মাহ শতধা বিভক্ত। ‘মুসলিম জাতি এক দেহ, এক প্রাণ’-এই চেতনাবোধ দিনে দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। এ পথ থেকে মুসলিম উম্মাহ কে ফিরে আসতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদ্যোগ নিতে হবে। তাহলেই তারা তাদের পুরনো ঐতিহ্য ফিরে পাবে।
No comments