গণহত্যাকে কখনো ভুলে যাবে না, কারণ যে গণহত্যা ভুলে যাওয়া যায় সেটার বার বার পুনঃরাবৃত্তি হয়।
Add caption |
গণহত্যাকে কখনো ভুলে যাবে না, কারণ যে গণহত্যা ভুলে যাওয়া যায় সেটার বার বার পুনঃরাবৃত্তি হয়।
(জ্ঞান সম্রাট আলিয়া ইজ্জেতবেগভিচ)
মানব ইতিহাসে যতগুলি গণহত্যা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটি হল ১৯৯৫ সালের ১১ জুলাই সার্বিয়া পরিচালিত Srebrenica massacre অথবা Srebrenica genocide, পাশ্চাত্য সভ্যতার (!) ধ্বজাধারীরা এই দিনে ৮ হাজার নিরীহ বসনিয়ান মুসলমানকে হত্যা করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর চোখের সামনে এবং পরোক্ষ মদদে।
আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুণ এবং তাদের রক্তের ওসিলায় মুসলিম উম্মাহকে পাশ্চাত্য সভ্যতার ধারক বাহক এবং তাদের দালালদের হাত থেকে রক্ষা করুণ।
#SrebrenicaGenocide
#SrebrenicaMassacre
No comments