Header Ads

Header ADS

জামাতবদ্ধ জীবনযাপন মুমিনের অপরিহার্য কর্তব্য



কিছু আহলে হাদিস দাবিদার, সৌদি পন্থী --- তারা
:
এরদোগানের সমালোচনা করছে কেন তিনি গীর্জাকে মসজিদে রূপান্তরিত করলেন ?
:
ঐ মসজিদে কবর আছে, অতএব এটা মাযার, এই জাতীয় ফতুয়া,, ভাবতে অবাক লাগে, মুসলমান ধ্বংসে ইহুদি-খ্রিস্টান লাগবে না, এমন টাইপের মুসলমানই যথেষ্ট।
:
সৌদি যুবরাজ সালমান মহিলাদের রেসলিং এর আয়োজন করে, সৌদিতে কনসার্ট, গান বাজনা সিনেমা হলের আয়োজন করে, কখনও দেখিনি তাদেরকে এ বিষয়ে প্রতিবাদ করতে ??
:
মক্কা-মদিনাতে ইহুদি-খ্রিস্টানরা ভ্রমণ ভিসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এরা এ বিষয়ে নিরব।
:
অথচ একটা জাদুঘরকে মসজিদ বানানো হল, এটা নিয়ে চুলকানী ,,,
:
আয়া সুফিয়া গীর্জাটি সুলতান দ্বিতীয় মাহমুদ ফাতেহ যাজকদের কাছ থেকে অর্থের বিনিময়ে কিনে নেন, তুরস্কের কাছে ঐ কাগজ এখনও আছে।
:
আমেরিকা-ইউরোপেও অনেক গীর্জা যাজকরা মুসলিমদের কাছে বিক্রি করে দিচ্ছে, পরে সেগুলো মসজিদ হচ্ছে।
:
আর কবরগুলো দেখুন, মসজিদের পাশে, মসজিদের ভিতরে নয়,,, এটা মাযার কেন্দ্রিক মসজিদ নয়,,,
:
যারা আরব জাতীয়তাবাদে বিশ্বাসী তারা তুর্কী বিদ্বেষের কারণে সমালোচনা করছে কারণ আরবরা স্বাধীন হয়েছিল উসমানীয়া তুর্কী খিলাফত থেকে বৃটিশদের সাহায্যে।

যুবরাজ সালমানের অন্ধ অনুসারী, তুর্কী ভাল কাজ করলেও সেটা পক্ষপাত্বিত্বের কারণে সমালোচনাকারী।

No comments

Powered by Blogger.